মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০১:২৩:১৫

মার্চে ইউপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

মার্চে ইউপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঢাকা: আসছে মার্চে দলভিত্তিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষ্যে বিধিমালা ও আচরণবিধি সংশোধনের কাজ গুছিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)কর্মকর্তারা সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন উপযোগী সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের তালিকা হাতে পেয়ে ঘরগোছাতে ব্যস্ত হয়ে পড়েছে কমিশন। অনেক আলোচনা-সমালোচনার মধ্যে দশম সংসদ, উপজেলা, সিটি ও পৌর নির্বাচনের পর কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসি এবার ইউপি ভোট করতে যাচ্ছে। একজন নির্বাচন কমিশনার জানান, মার্চেই প্রথম দফা ভোট করার পরিকল্পনা গোছানো হচ্ছে। ওই নির্বাচন কমিশনার জানান, “মার্চের শেষ ভাগে উপকূলীয় ইউপিগুলোর নির্বাচন করতে হবে। পরের ধাপে মে থেকে জুলাই পর্যন্ত সময়ে করা যাবে বাকিগুলো। আমরা সিদ্ধান্ত নিয়ে মাঠ কর্মকর্তাদের সুবিধা মতো ভোটের তারিখ নির্ধারণ করব।” দেশে সব মিলিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে মোট আটবার (১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩ এবং ২০১১)। সর্বশেষ ২০১১ সালে প্রথম দফায় ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল প্রায় ছয়শ’ ইউপিতে ভোট হয়। দ্বিতীয় দফায় ৩১ মে থেকে ৫ জুলাই তিন হাজার ৮শ'র বেশি ইউপির নির্বাচন করা হয়। ৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে