আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের
ঢাকা: প্রধানমন্ত্রীর হুশিয়ারি ও অর্থমন্ত্রীর বিরূপ মন্তব্যের পরও পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা টাকা পয়সার জন্য আন্দোলন করছি না। পদমর্যাদা, মান-সম্মানের জন্য আমাদের আন্দোলন। আমাদের ৮ মাস ঝুলিয়ে রাখা হয়েছিল। শিক্ষকদের দিক থেকে খুব চাপ আসছে। এখন আন্দোলন ছাড়া কোনো পথ নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন চলবে। আলাপ-আলোচনার মাধ্যমে সমঝতার পথ খোলা আছে। আমরাও চাই এর সুষ্ঠু সমাধান হোক।’
শিক্ষা কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এতদিন আমারা বড় কোনো আন্দোলনে যাইনি। শিক্ষা কার্যক্রম ঠিক রেখে এখনও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেশন জটের অভিশাপ থেকে আমারা বেরিয়েছি। ওই অভিশাপে আমরা আর পড়তে চাইনা।’
এদিকে সচিবদের সঙ্গে নিজেদের তুলনা করায় গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হুশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হুশিয়ারি করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু শিক্ষকরা সচিবদের সঙ্গে তুলনায় আসতে চান, তাহলে তাদের চাকুরির বয়স ৬৫ থেকে ৫৯ করি? তারা বাইরে ক্লাস নেন, সেটা কি সচিবরা করতে পারেন? তা হলে এটা বন্ধ করে দিই?’ তিনি আক্ষেপ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সচিবদের তুলনা চলে না।’ প্রফেসর আনিসুজ্জামানের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘তার সঙ্গে কি সচিবদের তুলনা চলে?’
৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�