‘দেশে জঙ্গীবাদ উস্কে দেয়ার জন্য ষড়যন্ত্র চলছে’
গাজীপুর: বাংলাদেশের মানুষ জঙ্গীবাদ বিশ্বাস করে না। তবে দেশে জঙ্গীবাদ উস্কে দেয়ার জন্য নানা ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আইন শৃংখলা বাহিনীর গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থাসহ ইজতেমার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে বক্তৃতাকালে এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যারা এই জঙ্গীবাদ ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। কেউ রক্ষা পাবে না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, পুলিশের অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি এস.এম মাহফুজুল হক নূরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলম, জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদ এসময় সার্বিক প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে জানান, আগামীকাল থেকে ইজতেমায় বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে ৫ হাজার পুলিশ সদস্য, ৬০টি সিসি টিভি, ৫টি পর্যবেক্ষণ টাওয়ার, বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ এবং মোট ২০ জন ম্যাজিস্ট্রেট পালাক্রমে ৪টি ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে। এগুলো একটি প্রধান নিয়ন্ত্রণ কক্ষসহ মোট ৫টি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সম্বনয় করে পুরো ইজতেমা ময়দানকে নিরাপত্তার চাদরে নেয়া হবে।
৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�