মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০২:২৫:৪৮

আড়াই কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আড়াই কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ঢাকা: বাজার থেকে ৭৮ টাকা ৫০ পয়সা দরে সোমবার আড়াই কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক চলতি ২০১৫-১৬ অর্থবছরে মোট ২১৬ কোটি ডলার কিনেছে। আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশী টাকা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় দেশে অভ্যন্তরীণ মুদ্রা বাজার স্থিতিশীল রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ‘মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে ডলার কেনা হচ্ছে। রপ্তানি আয় এবং রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এছাড়া জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানিতে খরচ কমে যাওয়া ডলার সরবরাহ বাড়ার একটি কারণ। এ কারণেই মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের টাকা খানিকটা শক্তিশালী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে টাকার বিপরীতে ডলারের দর ১ টাকা ১৫ পয়সা বেড়েছে। এর পর থেকে আবার শক্তিশালী হতে শুরু করে টাকা। ৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে