নয়াপল্টনে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি
ঢাকা : ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে চলছে কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি।
কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে সাময়িকভাবে তা থামলেও পরক্ষণেই কর্মীরা আবার হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন।
সমাবেশে কর্মী-সমথর্কদের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটেছে। ব্যানার শো করাকে কেন্দ্র করেও কর্মী-সমর্থকদের মাঝে হৈচৈ চলছে। মঞ্চে অবস্থান নিয়ে থেমে থেমে ধাক্কাধাক্কিও কম হচ্ছে না।
৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম