মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৪:১১:২০

আ.লীগের সমাবেশে বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা

আ.লীগের সমাবেশে বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক : ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের ডাকা সমাবেশ শুরু হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও রাসেল স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা। বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে যোগ দিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করছেন তিনি। সমাবেশে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগের নেতারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশে নেতারা বক্তব্য রাখছিলেন। অন্যদিকে ধানমন্ডির রাসেল স্কয়ারের সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সমাবেশে উপস্থিত হয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সমাবেশস্থল দুটি ক্রমেই জনারণ্যে মুখরিত হয়ে উঠেছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশস্থল। সমাবেশের আশপাশের এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সমাবেশের সন্নিকটে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও রায়টকার। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। ৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে