মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৮:১৯:৪০

দাওয়াত দিয়ে দাওয়াতি নেই!

দাওয়াত দিয়ে দাওয়াতি নেই!

ঢাকা : রাজধানীর নয়াপল্টনে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশে আজো আসেননি ঢাকা মহানগর বিএনপির দুই শীর্ষ নেতা মির্জা আব্বাস ও হাবিব-উন নবী খান সোহেল। অথচ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। দাওয়াত দিয়ে দাওয়াতি নেই। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্যসচিব হাবিব-উন নবী খান সোহেল দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। ধারণা করা হয়েছিল, অন্তত আজকের সমাবেশে যোগ দিতে পারেন তারা। কিন্তু দুজনের কেউ-ই অনুষ্ঠানে না আসায় সভাপতিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার বেলা দুটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আত্মগোপনে চলে যান মির্জা আব্বাস ও হাবিব-উন নবী খান সোহেল। এরপর থেকে সোহেলের মাঝে মধ্যে দেখা মিললেও মির্জা আব্বাস একেবারে লাপাত্তা। ৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে