‘লোক আনছে ২টা, ব্যানার আনছে ২০০’
নিউজ ডেস্ক : ‘গণতন্ত্রের বিজয়’ দিবস উপলক্ষে রাজধানীর দুটি স্থানে সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে ‘গণতন্ত্রের হত্যা দিবস’ হিসেবে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি।
এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও রাসেল স্কয়ারে সমাবেশ করেছে আওয়ামী লীগ। সমাবেশে লোকসমাগমও ছিল যথেষ্ট। তবে সমাবেশে লোকের চেয়ে যেন ব্যানার-ফেস্টুন ছিল বেশি।
মঙ্গলবার দুপুর ২টার পর থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে বাজনা বাজিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সমাবেশে জমায়েত হতে শুরু করেন। নির্ধারিত সময়ের আগেই মঞ্চে আসেন আওয়ামী লীগ কেন্দ্রীয় ও মহানগর শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে।
দুপুর পৌনে ৩টার দিকে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের বক্তব্যের মধ্যদিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু করেন সঞ্চালক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। একে একে বক্তব্য রাখেন আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।
বক্তার বক্তব্য শুরুর আগে মায়া নেতাকর্মীদের ব্যানার গুটিয়ে ফেলার অনুরোধ জানান। বারবার অনুরোধ করার পরও কর্ণপাত না করায় কয়েকবার কড়া নির্দেশ দেন তিনি। মাঝে মাঝে বিরক্তিও প্রকাশ করেন।
ব্যানার নিয়ে আসা শ্রমিক লীগের এক ইউনিটের নেতাকর্মীদের উদ্দেশ্যে মায়া চৌধুরী বলেন, এই শ্রমিক লীগ তো বেশি বিরক্ত করছে। লোক আনছে ২টা ব্যানার আনছে ২০০টা। এসময় তিনি মহানগর আওয়ামী লীগের কয়েকটি ওয়ার্ড ও থানার নেতাদের ব্যানার গুটিয়ে পরে কেন্দ্রীয় কার্যালয়ে দেখা করার নির্দেশ দেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মো. সেলিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ
৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম