শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:৩৩:২৫

মিয়ানমারে যেমন আছেন গৃহবন্দি সু চি

মিয়ানমারে যেমন আছেন গৃহবন্দি সু চি

নিউজ ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তার বর্তমান অবস্থান নিয়ে নিজের দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রেস অফিসার কি টো এ বিষয়ে মুখ খুলেছেন। খবর এনডিটিভির।

আজ শুক্রবার তিনি বলেন, ''আমরা জেনেছি যে স্টেট কাউন্সিলর অং সাং সু চি সুস্থ আছেন। যতদূর জেনেছি তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন।'' এদিকে, সু চিসহ অন্যান্যদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। 

এর আগে, সোমবার মিয়ানমারে সর্বশেষ নির্বাচনের ফল নিয়ে দ্বন্দ্বের জেরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতার দখল নেয়। সে সময় ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষনেতা সু চি এবং প্রেসিডেন্ট উয়িন মিন্টসহ বেশ কয়েকজন এমপিকেও আটক করে সেনাবাহিনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে