সাংবাদিক আমানুল্লাহ কবীর হাসপাতালে
নিউজ ডেস্ক : সাংবাদিক আমানুল্লাহ কবীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ বোধ করায় তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।
আমানুল্লাহ কবীরের ছেলে শাতিল কবীর বলেন, ‘বিকেলে বাবা প্রথমে বলেন তাঁর গ্যাসের সমস্যা হয়েছে।এরপর তিনি বুকে ব্যথার কথা বলেন।তখনই আমরা দেরি না করে তাঁকে হৃদরোগ ইনস্টিটিউটে নিই।’
শাতিল কবীর আরো বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। তাঁর হার্টের বাঁ পাশের নিচের অংশ কাজ করছে না। আগামী ৭২ ঘণ্টা তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিউইউ) রাখা হবে।’
প্রসঙ্গত, আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে। তিনি একজন প্রখ্যাত সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়ন নেতা। তিনি ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ
�