সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:২৯:৩৬

দেশে মহাবিপন্ন হতে যাওয়া শকুন রক্ষার প্রস্তাব মন্ত্রীসভায়

দেশে মহাবিপন্ন হতে যাওয়া শকুন রক্ষার প্রস্তাব মন্ত্রীসভায়

নিউজ ডেস্ক : দেশে মহাবিপন্ন হতে যাওয়া শকুন রক্ষায় এবার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশে এই পাখিটি রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে গবাদি পশুর ব্যথানাশক কিটোপ্রোফেন জাতীয় ওষুধের উৎপাদন বন্ধের সিদ্ধান্তে সম্মতি দিয়েছে সরকার।

যথেচ্ছ ওষুধ প্রয়োগের কারণে পার্শ্বপ্রতিক্রিয়ায় দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে শকুনের সংখ্যা। এরা যেহেতু মৃত প্রাণীর রক্ত চোষে। তাই কিটোপ্রোফেন প্রয়োগ করা হয়েছে এমন কোনো প্রাণীর মৃত মাংস খেলে ভয়াবহ কিডনি জটিলতার সৃষ্টি হয়ে মারা যায় শকুন।

এই পাখিটিকে রক্ষায় সরকারের অবস্থান সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, সোমবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে ''মহাবিপন্ন শকুন রক্ষার্থে ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ কিটোপ্রোফেন উৎপাদন বন্ধ করার প্রস্তাবে'' সায় দিয়েছে সরকার। 

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ''দেশে খুবই উদ্বেগজনক হারে শকুনের সংখ্যা কমছে। সত্তরের দিকে দেশে ৫০ হাজারের মতো শকুন ছিল, এখন আছে মাত্র ২৬০টি আছে। তাও অনেকগুলো গুরুতর অসুস্থ। শকুন যদি না থাকে, সেক্ষেত্রে পুরো দেশের মধ্যে যে পরিমাণ মৃত পশু-পাখি থাকে, সেগুলোতো পরিবেশ নষ্ট করে..., শকুন না থাকলে রোগজীবাণু ছড়ানোর ঝুঁকিও বেড়ে যাবে।''

দেশে এই শকুন কমে যাওয়ার কারণ হিসেবে ভেটেরিনারি ওষুধ কিটোপ্রোফেনকে দায়ী করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ''কিটোপ্রোফেন জাতীয় ব্যথানাশক ব্যবহারের কারণে, এই ওষুধটা শকুনের মধ্যে গেলে মারা যায়। দেশের ফার্মাসিটিক্যালস, ড্রাগ কোম্পানি ও বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় কিটোপ্রোফেন উৎপাদন বন্ধ করতে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপন করে। এতে কিটোপ্রোফেনের ব্যবহার বন্ধ করার প্রস্তাব দেয়া হয়। বলা হয়, তা না হলে শকুন এদেশে বাঁচতে পারবে না।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে