নিউজ ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউটকে ১০ লাখ ডোজ করোনার টিকা ফেরত নিয়ে যেতে বলেছে দক্ষিণ আফ্রিকা। দ্য হিন্দুর খবরে এমন তথ্য মিলেছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ১০ লাখ ডোজ করোনার টিকা পাঠায় সেরাম ইনস্টিটিউট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে আরও পাঁচ লাখ ডোজ টিকা পাঠানোর কথা। কিন্তু এখন সেরামকে টিকা ফেরত নিতে বলছে দক্ষিণ আফ্রিকা।
এ ব্যাপারে জানতে চাইলে সেরামের তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা ঘোষণা দেয়, তারা অক্সফোর্ডের টিকার ব্যবহার স্থগিত করতে যাচ্ছে। অক্সফোর্ডের টিকা সেরামকে দক্ষিণ আফ্রিকার ফেরত নিতে বলার খবর এমন এক সময় এলো, যখন এই টিকা জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বল্প-পরিসরের ক্লিনিক্যাল পরীক্ষায় করোনার ৫০১ওয়াই.ভি২ ধরনে আক্রান্ত হয়ে মৃদু থেকে মাঝারি অসুস্থার বিরুদ্ধে এই টিকা যৎসামান্য সুরক্ষা দিচ্ছে। যে কারণে সরকার টিকাদান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। সংস্থাটি সোমবার এক বিবৃতিতে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়ার এসকে বায়ো উৎপাদিত অক্সফোর্ডের টিকার অনুমোদন দেওয়ার কথা জানায়।