বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:৪৩:২০

ঢাকা থেকে বিশাল গাড়িবহর নিয়ে বরিশালে সমাবেশের উদ্দেশে ইশরাক

ঢাকা থেকে বিশাল গাড়িবহর নিয়ে বরিশালে সমাবেশের উদ্দেশে ইশরাক

নিউজ ডেস্ক : ঢাকা থেকে বিশাল গাড়িবহর নিয়ে বৃহস্পতিবার ভোরে বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন প্রকৌশলী ইশরাক হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।

পথে পথে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানাচ্ছেন। সড়কপথে ছাড়া বুধবার রাতে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে পৌঁছেছেন কয়েক হাজার নেতাকর্মী।

বরিশাল নগরের জিলা স্কুল মাঠে দুপুরে সমাবেশ শুরু হবে। নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে পূর্বঘোষিত ছয় সিটিতে সমাবেশের প্রথম কর্মসূচি হচ্ছে বৃহস্পতিবার বরিশালে।  

সমাবেশে দেশের ছয় সিটি করপোরেশনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ।

দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বুধবার সন্ধ্যায় জানান, সন্ধ্যা ৭টার দিকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। নগরের জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে তারা। যদিও এ অনুমতির সঙ্গে বেশ কিছু শর্তজুড়ে দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে