বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ০৮:৫৩:৪৩

সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ আর নেই

সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ আর নেই

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করোনায় আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। এরপর তার শারীরিক অন্যান্য সমস্যা দেখা দিতে থাকে। পরে ২১ ফেব্রুয়ারি তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। এরপর আর স্বাভাবিক অবস্থায় ফেরেননি তিনি।
 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ সকাল ১১টায় কচিকাঁচার মেলায় নেয়া হবে এবং বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা হবে।

খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকেরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে