নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা-১৭ আসনের এমপি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের রক্তে ইনফেকশন ( সংক্রমণ) ধরা পড়েছে। চিকিৎসকেরা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন তাকে। এরপরই জানা যাবে তার সর্বশেষ শারীরিক অবস্থা। রোববার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারহানা পাঠান।
তিনি বলেন, শুক্রবার ফারুকের রক্তে একটা ইনফেকশন ধরা পড়েছে। সেটার কালচার রিপোর্ট না আসা পর্যন্ত ডাক্তাররা কিছু বলতে পারবে না। রক্তে সংক্রমণের কারণে ফারুকের শরীরটা একটু খারাপ করেছিল। এখন তিনি ভালো আছে। ফারুক আমাকে বলেছে, যারা ফোন করছেন, সবার কাছে যেন তার জন্য দোয়া চাই।
ফারহানা পাঠান আরও বলেন, ফারুককে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা চেকআপের জন্য এসেছি। তিনি আরও বলেন, সিটি স্ক্যান করেই আমাদের ঢাকায় ফেরার কথা ছিল। এই চেকআপের মধ্যেই ফারুকের রক্তে সংক্রমণ ধরা পড়ে। চেকআপের পরই তাঁর শরীরটা খারাপ লাগছিল। এরপর আমরা দ্রুত তার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি। তিনি বললেন, চলে আসো। প্রসঙ্গত, গত আট বছর ধরে সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে আসছেন ফারুক। এখনো তিনি আছেন ডা. লাইয়ের তত্ত্বাবধানে।