সোমবার, ১৫ মার্চ, ২০২১, ০৪:৪৬:৪৩

রোজা থেকে করোনার টিকা নেওয়া যাবে কি? জানালো ইসলামিক ফাউন্ডেশন

রোজা থেকে করোনার টিকা নেওয়া যাবে কি? জানালো ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক : রোজা থেকেও করোনা ভাইরাসের টিকা নেওয়া যাবে কিনা সে বিষয়ে মতামত জানিয়েছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন, যেহেতু করোনা ভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালি ও পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে রোযা ভঙ্গ হবে না।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে