নিউজ ডেস্ক : ছাত্রলীগের সম্মেলন দাবি করায় সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের মধ্যেই সংগঠনটির দু'পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।
বিকাল পাঁচটায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয় রাত সাড়ে আটটায়। বৈঠকের শেষ দিকে ছাত্রলীগের সভাপতি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, 'তোমরা কারা জানি সম্মেলন নিয়ে ফেইসবুকে লেখালেখি করেছো? এটা ঠিক নয়।' এসময় ছাত্রলীগের উপপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিশকাত জয়কে উদ্দেশ্য করে বলেন, ভাই আমরা সম্মেলন চাই কারণ বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে এক বছরের বেশি। তাই সম্মেলনের তারিখ ঠিক করে আপাকে (প্রধানমন্ত্রী) জানান। কারণ কেন্দ্রীয় নেতাদের অনেকেরই বয়স ২৯ শেষ হয়ে যাচ্ছে, তাই সম্মেলনের তারিখ দিলে আমাদের মধ্যে অনেকেই নেতা হতে পারবেন।
মিশকাত বলেন, 'মাঠের নেতারাও সম্মেলন চান। এসময় কেন্দ্রীয় কমিটির নোবেল ও সাগর হোসেন সোহাগ মিশকাতের দিকে তেড়ে আসেন।' এসময় উপস্থিত নেতাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। মিশকতাসহ ছাত্রলীগের ক'জন কেন্দ্রীয় নেতা আহত হন বলে জানা গেছে। সোহাগ ও নোবেল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
এ দুজনকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নেতা বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রলীগের পদবঞ্চিত বেশ কয়েকজন নেতাকে শূন্যপদের বিপরীতে গত মাসে পদ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সময় নোবেল ও সোহাগ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পান। এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে বেশ কয়েকবার ফোন দিলেও কোনো জবাব পাওয়া যায়নি। সূত্র : সময় টিভি