শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ১১:৫০:৩৮

হেফাজত হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করে সঠিক কাজ করেনি : ডা. জাফরুল্লাহ

হেফাজত হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করে সঠিক কাজ করেনি : ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক : গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বক্তবে বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। হেফাজত সুনামগঞ্জ হিন্দু বাড়ি আক্রমণ করেছে এটা সঠিক কাজ না। আমাদের রসুল খোদার সৃষ্ট কোনো প্রাণীকে মারার বা ধরার অধিকার দেয় নাই। আমাদের সহনশীল হলো ইসলাম। এজন্য আপনারা আলীম ওলামারা কাজ করতে হবে।

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক ১০ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা গ্র্যান্ডফিনাল মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। বৃহস্পতিবার রাত ১০টায় মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা ঢাকা ডেমরা হাজীক্যাম্পাস সংলগ্ন নিজস্ব বিশাল হলরুমে সারাদেশ থেকে আসা প্রায় এক হাজার কুরআন হাফেজদের উপস্থিততে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েক নেছার আহমাদ আন নাছিরীর সভাপতিত্বে প্রধান অতিথি ভারতের দেওবন্দ দারুল উলুম মাদরাসার তাফসীর বিভাগের প্রধান আল্লামা আফজাল কাঈমুরী, বিচারক ও কুরআন দেলওয়াত করেন ইরানের শায়েক সাঈদ তূসী, মিশরের শায়েক মাহমুদ তুখী, প্রধান বিচারক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, দেশি-বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে