নিউজ ডেস্ক: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে শুক্রবার (২৬ মার্চ) বিশেষ প্রার্থনা করা হবে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) সকল মসজিদে জুমার নামাজের পর দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে।
এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।