সোমবার, ২৯ মার্চ, ২০২১, ১২:৩২:০১

যে কারণে নিপুণ রায়কে আটক করা হয়েছে

যে কারণে নিপুণ রায়কে আটক করা হয়েছে

নিউজ ডেস্ক: গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা দেওয়ার অভিযোগে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে র‌্যাব। রবিবার বিকেলে রায়েরবাজারের নিজ বাসা থেকে বিএনপির এ নেত্রীকে আটক করা হয় বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নিপুণের শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায়। 

সন্ধ্যায় র‌্যাব গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে। জানা গেছে, গতকাল শনিবারই আরমান, খোরশেদ ও শাহিন নামে তিনজনের সঙ্গে নিপুণের ফোনালাপ ফাঁস হয়। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী হেফাজতের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। এ অভিযোগে তাকে আটক করা হয়েছে। নিপুণ রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে আগেই আটক করা হয়। 
নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে মামলা ও থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে