বুধবার, ৩১ মার্চ, ২০২১, ০৯:১১:৫৪

করোনা সংক্রমণের বেশি ঝুঁকিতে যে ৩১ জেলা

করোনা সংক্রমণের বেশি ঝুঁকিতে যে ৩১ জেলা

নিউজ ডেস্ক: গত ১৩ মার্চ থেকে সারাদেশে বেড়ে গেছে করোনার সংক্রমণ।  আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে কয়েকগুণ। বিশেষ করে বুধবার (৩১ মার্চ ) দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।  আর সংক্রমণ সবচেয়ে বেশি ছড়াচ্ছে দেশের মোট ৩১টি জেলায়।  এসব জেলাকে উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা জেলা হিসেবেও চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর। 

যে ৩১টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সে জেলাগুলো হলো- মৌলভীবাজার, মুন্সীগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নরসিংদী, খুলনা, নারায়ণগঞ্জ, রাজবাড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, বগুড়া, নড়াইল, নীলফামারী, গাজীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর, নওগাঁ, রংপুর, কিশোরগঞ্জ, নাটোর, টাঙ্গাইল ও কক্সবাজার।

দেশে দ্রুত করোনার সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে গত ২৯ মার্চ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বলেন, সংক্রমণ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে।  সেদিক থেকে সংক্রমণের চেইন যদি আমরা ভাঙতে চাই, তাহলে সারা বাংলাদেশের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে