শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ০৭:৫৬:৫৮

যাত্রীদের জন্য বড় সুখবর, মানুষের ভোগান্তি কমাতে নেওয়া হলো এমন পদক্ষেপ

যাত্রীদের জন্য বড় সুখবর, মানুষের ভোগান্তি কমাতে নেওয়া হলো এমন পদক্ষেপ

নিউজ ডেস্ক: আসন ফাঁকা রেখে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করছে গণপরিবহন। এতে যাত্রীদের থেকে ৬০ শতাংশ বেশি ভাড়া নেয়া হচ্ছে। কিন্তু গণপরিবহন সংকটের কারণে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। যাত্রীদের জন্য বড় সুখবর, এমন পরিস্থিতিতে ৬০টি দ্বিতল বাস নামানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি সূত্র জানা গেছে, রাজধানীর বিভিন্ন রুটের ছয় শতাধিক বিআরটিসি বাস চলাচল করে। অন্যান্য গণপরিবহনের মত বিআরটিসি বাস অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করছে। এতে অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না। নির্ধারিত সময়ে অফিস বা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তাই এ উদ্যোগ নেয়া হয়েছে।

জানতে চাইলে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে বৃহস্পতিবার ৩৬টি দ্বিতল বাস নামানো হয়েছে। আগামী রোববার আরও ২৪টি বাস সড়কে যাত্রী পরিবহন শুরু করবে। এই বাসগুলো বিআরটিসির নির্দিষ্ট ডিপোতে মেরামত করে রাখা হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে