হাটহাজারী (চট্টগ্রাম) : আমীরের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার বিকালে সংবাদমাধ্যমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতি এ হুশিয়ারি দেয়া হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী এ দেশের তৌহিদী জনতার রাহবার ও আধ্যাত্মিক নেতা। তিনি এ দেশের হাজার হাজার আলেমের সম্মানিত ওস্তাদ। তাকে হয়রানি কিংবা তার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে এ দেশের লাখ লাখ তৌহিদী জনতা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। হেফাজত আমীরের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই বরদাশত করা হবে না।