এমটিনিউজ২৪ ডেস্ক : জিয়া পরিবারের সর্বশেষ আলোচিত সদস্য জাইমা রহমান। সম্প্রতি ব্যারিস্টার জাইমাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার শেষ নেই। আলোচনার সূত্রপাত গত ২৫ ডিসেম্বর—দীর্ঘ ১৭ বছর পর বাবা তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার মধ্য দিয়ে।
এরপর প্রকাশ্যে যতবারই এসেছেন, প্রতিবারই নিজের উপস্থিতিতে কেড়েছেন সবার নজর। দাদি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত পরিবারের পাশে ছায়াসঙ্গীর মতো দাঁড়িয়ে দায়িত্ব সামলাতে দেখা গেছে তাকে। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই প্রতিনিধিকে ঘিরে তাই সাধারণ মানুষের আগ্রহও কম নয়।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাবার ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে জাইমাকে দেখা যাওয়ায় রাজনীতিতে তার সক্রিয় হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। প্রশ্ন উঠছে—খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে কি রাজনীতিতে আসছেন জাইমা রহমান?
এই প্রশ্নে সরাসরি খোলামেলা উত্তর না দিলেও বিষয়টি উড়িয়ে দেননি বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই।