বৃহস্পতিবার, ০৮ এপ্রিল, ২০২১, ০৪:০১:৫৮

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিউজ ডেস্ক: গাজীপুরের গাছা থানায় কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‌্যাব।  এরই মধ্যে আটক মাদানীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে গাছা থানা পুলিশ।

বুধবার সকালে নেত্রকোণার গ্রামের বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে র‌্যাব। এরপর তাকে গাজীপুরের গাছা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হেফাজত নেতা মামুনুল হক এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনতার হাতে আটক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়াসহ ওয়াজের নামে অন্য ধর্ম, নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকার, দেশের প্রচলিত আইন ও সংবিধান নিয়ে আপত্তিকর মনগড়া বক্তব্য দিয়ে ওয়াজে নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২৫শে মার্চ শাপলা চত্তর থেকে আটক করা হলে মুচলেকা দিয়ে ছাড়া পান বিতর্কিত এই বক্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে