রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ০৮:৪৬:০২

'মামুনুল আমার বোনকে বিয়ে করেন, এ সংক্রান্ত একটি স্ট্যাম্প দেখিয়েছেন'

'মামুনুল আমার বোনকে বিয়ে করেন, এ সংক্রান্ত একটি স্ট্যাম্প দেখিয়েছেন'

নিউজ ডেস্ক: দ্বিতীয় জান্নাতও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের স্ত্রী বলে দাবি করেছেন জান্নাতুল ফেরদৌসের ভাই শাহজাহান সাজু। গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস নামের এই নারীর সঙ্গে গত এক বছর আগে মাওলানা মামুনুলের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন শাহজাহান। এ হিসেবে মাওলানা মামনুলের কথিত স্ত্রী'র সংখ্যা হবে দু'জন। জান্নাতুল ফেরদৌস হবে মামুনুলের তৃতীয় স্ত্রী। 

এ বিষয়ে জানতে চাইলে শাজাহান সাজু বলেন, মামুনুল সাহেব শনিবার (১০ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় আমাকে ডেকে নিয়ে যান। সেখানেই তিনি আমার বোনকে বিয়ের কথা জানিয়েছন। বলেছেন, ২০২০ সালে তিনি আমার বোনকে বিয়ে করেন। এ সংক্রান্ত একটি স্ট্যাম্প দেখিয়েছেন। 

এদিকে, তৃতীয় বিয়ের বিষয়ের মন্তব্য জানতে একাধিকবার মামুনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে