শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ১০:৪২:৪১

করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, সর্বনিম্ন ময়মনসিংহে

করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, সর্বনিম্ন ময়মনসিংহে

নিউজ ডেস্ক: দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০১ জনসহ শুক্রবার (১৬ এপ্রিল) পর্যন্ত দেশের ৮ বিভাগে মোট ১০ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় মোট মৃত রোগীর ৭৬ শতাংশের বেশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। ঢাকা বিভাগে সর্বমোট পাঁচ হাজার ৯১৩ জন (৫৮ দশমিক ০৭ শতাংশ) ও চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮২৮ জনের (১৭ দশমিক শূণ্য ৯৫ শতাংশ) মৃত্যু হয়।

অন্যান্য ছয়টি বিভাগের মধ্যে রাজশাহীতে ৫৪৪ জন (পাঁচ দশমিক ৩৪ শতাংশ), খুলনায় ৬৩৩ জন (ছয় দশমিক শূন্য ২২ শতাংশ), বরিশালে ৩০৫ জন (তিন শতাংশ), সিলেটে ৩৪৭ জন (তিন দশমিক শূন্য ৪১ শতাংশ), রংপুরে ৩৯৭ জন (তিন দশমিক ৯০ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ২১৫ জনের (দুই দশমিক ১১ শতাংশ) মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে