পাকস্থলী থেকে বের করা হলো ২ কেজি চুল
ঢাকা: ১৫ বছর বয়সী এক কিশোরীর পাকস্থলী থেকে ২ জমাট বাধা অবস্থায় একটি চুলের কুণ্ডলী বের করেছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের বৃহস্পতিবার এই চুলেল কুণ্ডলী বের করা হয়। কুণ্ডলীটি পাকস্থলী এবং নিচের অংশ (ডিওডেনাম)পর্যন্ত বিস্তৃত ছিল এবং এর ওজন ছিল ২ কেজি।
চিকিৎসকেরা বলছেন, খাদ্যদ্রব্য ছাড়াও নানা ধরনের জিনিস খাওয়ার অভ্যাস থাকে কারও কারও। মনস্তাত্ত্বিক কিছু কারণে এমন সমস্যা হয়ে থাকে। তবে দীর্ঘদিন চুল খেতে খেতে পাকস্থলীর মধ্যে জমাট বাঁধা চুল পাওয়ার ঘটনা বাংলাদেশে বিরল।
পরীক্ষা-নিরীক্ষায় পাকস্থলীতে চুলের অস্তিত্ব পাওয়ার পর মেয়েটি চিকিৎসকদের জানিয়েছে, সে নিজের চুল নিজেই খেত। হাসপাতালের মানসিক রোগ বিভাগের রেজিস্ট্রার মো. রশিদুল হক বলছেন, নিজের মাথার চুল অস্বাভাবিকভাবে তুলে ফেলার এ মানসিক সমস্যার নাম ট্রাইকোটিলোম্যানিয়া।
চিকিৎসকেরা জানান, মেয়েটির বাড়ি গাজীপুরে। অস্ত্রোপচারের ২০ দিন আগে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা নিতে আসার আগে দুই মাস ধরে পেটব্যথা হতো তার। খাবার খেলেই বমি হতো। হাসপাতালে আসার পর চিকিৎসকেরা তার পেটে একটি চাকার অস্তিত্ব শনাক্ত করেন। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, পাকস্থলীর ভেতরে চুল জমাট বেঁধে যাওয়ার কারণেই সে এসব সমস্যায় ভুগছে।
দেড় ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার। এ বিষয়ে হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘এর আগে রোগীদের নানান ধরনের অস্বাভাবিক জিনিস খেতে দেখলেও দীর্ঘ চিকিৎসাজীবনে কখনোই এমন হেয়ার বল (চুলের কুণ্ডলী) দেখিনি। মনস্তাত্ত্বিক সমস্যার কারণে মানসিক রোগ বিভাগ থেকেও চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। অস্ত্রোপচারের পর মেয়েটি ভালো আছে। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই সে স্বাভাবিকভাবে খাবার খেতে পারবে।’
৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল
�