সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ১০:৪৩:০৮

ভিডিও বার্তায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাবুনগরীর দুঃখ প্রকাশ

ভিডিও বার্তায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাবুনগরীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক: ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ২৬ মার্চ পরবর্তী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সোমবার রাতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ডিভিও বার্তায় বাবুনগরী বলেন, ‘বায়তুল মোকাররমে সন্ত্রাসীরা মুসল্লিদের উপর হামলা চালিয়েছে। এরপর হাটহাজারী ও বি-বাড়িয়ায় সংঘাতের এ ঘটনা ঘটে। তারপরও এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

বাবুনগরী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আমাদের কোন কর্মসূচি ছিল না। তবে কিছু আলেম গরম বক্তব্য দিয়েছেন এটা সত্য। কিন্তু হেফাজতে ইসলাম সংঘাতে জড়াতে চায় না। সংঘাতও পছন্দ করে না।’
হেফাজতে ইসলামের আমির বলেন, ‘সারা দেশে গণহারে আলমদের গ্রেফতার করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। তাই গণ গ্রেফতার বন্ধের দাবি করছি। দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি করছি। গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি করছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে