শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৮:৪১:৪৩

ড. আর এ গণি আইসিইউতে

ড. আর এ গণি আইসিইউতে

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারিরিক অবস্থার অবণতি হওয়ায় বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান জানিয়েছেন, বুধবার সকালের দিকে তিনি হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর বৃহস্পতিবার রাতে অবস্থার অবণতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। আর এ গণি হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন। ৯০ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে