শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৯:১৯

বিধিমালা প্রণয়নের কাজ শুরু করেছে ইসি

বিধিমালা প্রণয়নের কাজ শুরু করেছে ইসি

ঢাকা: আগামী মার্চ থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম মতো দলীয় প্রতীকে ইউপি চেয়ারম্যান নির্বাচন হবে। এ কারণে ইসিকে এই নির্বাচনের আচরণ বিধিমালায় বেশ কিছু পরিবর্তন আনতে হচ্ছে। সকল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শুধু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে দলীয়ভাবে। আর কাউন্সিলর পদে ভোট হবে নির্দলীয়। কমিশন সূত্রে জানা যায়, মূলত এ কারণে নতুন করে ইউপি নির্বাচনের বিধিমালা প্রণয়নের কাজ শুরু করেছে ইসি। তবে এখন পর্যন্ত বিধিমালায় মন্ত্রী-এমপিদের প্রচারণায় রাখা বা না রাখার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নির্বাচন কমিশন। বর্তমান বিধিমালায় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সুযোগ নেই। পৌর নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রচারণার সুযোগ রেখে আচরণবিধিমালা তৈরি করেছিল ইসি। এরপর নানা বিতর্কের পর সেই বিধিমালা সংশোধন করা হয়। ইসি কর্মকর্তারা জানান, আচরণ বিধিমালায় প্রচারণা চালানোর সুযোগ না থাকলেও মন্ত্রী-এমপিরা তাদের মতো প্রচারণা নিজেদের মতো করে চালান। এবারের পৌর নির্বাচনে বিধিমালা ভঙ্গের দায়ে প্রায় অর্ধশতাধিক মন্ত্রী-এমপিকে সতর্ক করা হয়েছিল ইসি’র পক্ষ থেকে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন একজন নির্বাচন কমিশনার। এরপর আচরণবিধি লঙ্ঘনকারী মন্ত্রী-এমপিদের তালিকা করে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর একটি উদ্যোগও নেয় কমিশন। তবে শেষ মুহূর্তে ইসি পিছু হটে। ইউপি নির্বাচনে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মন্ত্রী-এমপিদের প্রচারণায় রাখার বিষয়টি নিয়ে আবার নতুন করে ভাবছে কমিশন। তবে বেশিরভাগ কমিশনার বিশেষ ব্যক্তিদের প্রচারণার বাইরে রাখার বিষয়ে একমত হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা প্রণয়নের কাজ চলছে। এখন আমরা স্থগিত হওয়া পৌরসভাগুলোর নির্বাচন নিয়ে ভাবছি। ওইগুলোর নির্বাচন শেষ হলে বিধি নিয়ে আলোচনা হবে। এদিকে নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদের প্রতীক নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আলাদাভাবে প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল ইসি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হওয়ায় মেয়র ও চেয়ারম্যান পদে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার হচ্ছে। আর স্বতন্ত্র প্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের জন্য প্রতীক সংরক্ষণ করবে ইসি। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে