শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৯:০৮:২০

হত্যা চেষ্টার অভিযোগে দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা

হত্যা চেষ্টার অভিযোগে দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গা: চাঁদা দাবি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ঝিনাইদহের মহেশপুর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর আমলি আদালতে এ মামলাটি দায়ের করেন উপজেলার হাসাদহের পাংকি মিয়ার স্ত্রী বেদেনা খাতুন। মামলায় অভিযুক্ত আসামীরা হলেন মহেশপুর থানার এসআই হাফিজ ও এসআই শাহিন আলম। চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জীবননগর আমলি আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বিচারক ড. এবিএম মাহমুদুল হক মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেষ দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমকে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ারও নিদের্শ দেন আদালত। বাদীর উপস্থিতিতে আইনজীবী অ্যাডভোকেট এসএম সাইদুজ্জামান গণি টোটন আদালতে মামলাটি দাখিল করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ৪ জানুয়ারি বেলা তিনটার দিকে মামলার বাদীর ছেলে মোশারফ হোসেন বাড়িতে অবস্থান করছিলেন। ইতোপূর্বে উক্ত আসামিরা স্থানীয় ইনফরমারের প্ররোচণায় একলাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী ও তার ছেলে পুলিশকে জানায়, তারা কৃষক। তারা ফেনসিডিলের ব্যবসা করেন না। এরপর ওই দুই পুলিশ কর্মকর্তা ডিবির পরিচয় দিয়ে মোশারফের মাথায় পিস্তল ঠেকিয়ে একলাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে তাকে হ্যান্ডকাপ পরিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর হাতকড়া ও পায়ে ডাণ্ডাবেড়ি পরিয়ে বেতের লাঠি দিয়ে নির্যাতন করে। নির্যাতনের পর মহেশপুর থানা কম্পাউন্ডে ফেলে রাখে। খবর পেয়ে বাদী ও সাক্ষীরা মুমূর্ষু অবস্থায় মোশারফকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে