শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৯:২৯:৪৬

তাহের হত্যা, ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

তাহের হত্যা, ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা: রাজধানীর রামপুরায় সাবেক কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় ৯জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে ওই চার্জশিট দেয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির গৃহকর্মীর সহায়তায় ডাকাতদল লুট করার জন্য আবু তাহেরকে হত্যা করে। প্রায় ১০ মাসের তদন্তে ডিবি অভিযুক্তদের শনাক্ত করেছে। আসামিদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুইজন পলাতক। প্রসঙ্গত, গত বছরের ২ মার্চ ভোররাতে পূর্ব রামপুরার টিভি গেট এলাকায় আবু তাহেরের মালিকানাধীন ৩৪৭ নম্বর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা আবু তাহেরের মুখ কাপড় দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যার পর হাত-পায়ের রগ কেটে দেয়। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে