শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৯:২৫

ইজতেমায় আজ থেকে বিশেষ ট্রেন চালু

ইজতেমায় আজ থেকে বিশেষ ট্রেন চালু

ঢাকা: বিশ্ব উজতেমা উপলক্ষে আজ থেকে ট্রেন ও বিআরটিসির বিশেষ বাস সার্ভিস শুরু হচ্ছে। প্রথম পর্বে এ সার্ভিস ৮ জানুয়ারি থেকে শুরু করে মোনাজাতের পরে দিন ১০ জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বে চলবে। বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এই উদ্যোগ নিয়েছে। অতিরিক্ত প্রায় দেড় লাখ যাত্রী বহন করতে এ বছর ২৮টি বিশেষ ট্রেন এবং বিআরটিসি ২২৮টি বিশেষ বাস সার্ভিস চালু করছে। ২৮টি ট্রেনের সঙ্গে ২০টি অতিরিক্ত কোচও সংযোগ করা হয়েছে। নিরাপদে মুসল্লিদের যাতায়াতের জন্য অগ্রিম টিকেটধারী যাত্রীদের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে আরোহনের সুবিধার্থে ইজতেমার প্রথম দিন শুক্রবার ঢাকা-টঙ্গী-ঢাকা ২টি জুম্মা স্পেশাল। আখেরি মোনাজাতের আগের দুই দিন জামালপুর ও আখাউড়া থেকে ২টি করে ৪টি, আখেরি মোনাজাতের আগের দিন লাকসাম-টঙ্গী ১টি, আখেরি মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী ৭টি, টঙ্গী-ঢাকা ৭টি, টঙ্গী-লাকসাম ১টি, টঙ্গী-আখাউড়া ২টি, টঙ্গী-ময়মনসিংহ ৪টিসহ মোট ২১টি আখেরি মোনাজাত স্পেশাল রয়েছে। রেলকর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৩৮টি মেইল এক্সপ্রেস কমিউটার ও লোকাল ট্রেনের টঙ্গী স্টেশনে আখেরি মোনাজাতের আগের ৫ দিন ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর ২৯টি ট্রেন ২ মিনিট করে বিরতি রাখা হয়েছে। আখেরি মোনাজাতের দিন ৫৮টি আন্তঃনগর ট্রেন ও আখেরি মোনাজাতের পরের দিন ১৫টি আন্তঃনগর ট্রেনে ২ মিনিট করে বিরতি রাখা হয়েছে। এ উপলক্ষে ১০ ও ১৭ জানুয়ারি ৭২১/৭২২ মহানগর প্রভাতী ও গোধুলি, ১১ ও ১৮ জানুয়ারি ৭০৭/৭০৮ তিস্তা এক্সপ্রেস এবং ৮ ও ১৫ জানুয়ারি ৭০১/৭০২ সুর্বণ এক্সপ্রেস ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধের দিন চলাচল করবে। এছাড়া মুসল্লিদের বিটিআরসি বাস সার্ভিসের যে কোন তথ্য জানতে ফোন-৮৯০০৬৫৫ এবং মোবাইল ০১৭১১-৩০২১২৪ এ যোগাযোগ করতে বলা হয়েছে। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে