নিউজ ডেস্ক: গত চারদিনে খালেদা জিয়ার জ্বর আসেনি। দুর্বলতা ছাড়া অন্য কোনও সমস্যা নেই। ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন।
বুধবার রাত দশটার পরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন গুলশানে তার বাসায় যান। এসময় তারা সার্বিক সব খোঁজখবর নেওয়ার পর বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
ডা. জাহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তার শারীরিক দুর্বলতা আছে। তবে তার দিন দিন উন্নতি হচ্ছে।
ডা. জাহিদ হোসেন বলেন, আজ করোনা আক্রান্তের ১৪ দিন শেষ হয়েছে। সেচুরেশন ৯৯/৯৯ আছে। চেষ্ট ক্লিয়ার, কাশি নেই। গত তিনদিন ধরে তার শরীরে জ্বর নেই। আগামী সপ্তাহে করোনা পরীক্ষা করা হবে। রেজাল্ট পাওয়ার পর বোর্ড সদস্যরা পর্যালোচনা করা হবে। চিকিৎসক হিসেবে বলতে পারি উনার অবস্থা উন্নতি।