বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০৪:১৮:১৪

করোনা কেড়ে নিল আরেক পুলিশ সদস্যের প্রাণ

 করোনা কেড়ে নিল আরেক পুলিশ সদস্যের প্রাণ

নিউজ ডেস্ক:  করোনা কেড়ে নিল আরেক পুলিশ সদস্যের প্রাণ। তিনি বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল, নাম মো. মোশারফ হোসেন (৪৬)।
 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন তিনি।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। এই সম্মুখ যোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মৃত্যুকালে মো. মোশারফ হোসেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আশ্বিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে