চলতি বছর দেশে জিডিপি প্রবৃদ্ধি ৬.৭% হবে: বিশ্বব্যাংক
ঢাকা: চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হার ৬.৭ শতাংশ হতে পারে বলে বিশ্বব্যাংক আভাস দিয়েছে। বুধবার প্রকাশিত আন্তর্জাতিক এ ঋণদাতা সংস্থার ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ শীর্ষক অর্ধবার্ষিক প্রতিবেদনে এ প্রক্ষেপণ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অবকাঠামো খাতে বর্ধিত ব্যয় এবং সরকারি খাতে বেতন বৃদ্ধির ফলে বাংলাদেশে প্রবৃদ্ধির হার বেড়ে ৬.৭ শতাংশ হতে পারে।
উন্নয়নশীল বাজারগুলোতে দুর্বল প্রবৃদ্ধির প্রভাব পড়লেও উন্নত দেশগুলোর অর্থনীতি কিছুটা গতি পাওয়ায় ২০১৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি আগের বছরের ২.৪ শতাংশ থেকে বেড়ে ২.৯ শতাংশ হতে পারে বলে বিশ্বব্যাংক আভাস দিয়েছে।
বাংলাদেশ সরকার গত সেপ্টেম্বরে শ্রম আইন সংশোধন করায় ‘শ্রমিকদের অধিকার ও কর্মস্থলের নিরাপত্তা জোরদার হওয়ার ফলে’ তা রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিশেষ করে জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্সের (জিএসপি) আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বন্ধ থাকার সুযোগ ফেরতের চলমান পুনর্মূল্যায়নের প্রক্রিয়ায় তা ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক।
হালনাগাদ প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, উন্নয়নশীল অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধির হার সবচেয়ে দ্রুত বাড়ছে; ২০১৪ সালের ৬.৮ শতাংশ থেকে বেড়ে ২০১৫ সালে ৭ শতাংশ হয়েছে। ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানো এবং তেলের দাম কমার ফলে তা সম্ভব হয়েছে।
৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল
�