শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১১:০০:৪২

সেনবাগের অপহৃত স্কুলছাত্রী দাগনভূঞা থেকে উদ্ধার

সেনবাগের অপহৃত স্কুলছাত্রী দাগনভূঞা থেকে উদ্ধার

নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলা থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৫) বৃহস্পতিবার রাত ফেনীর দাগনভূঞা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে সে নবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মমিনুল হকের ছেলেমাহবুবুর রহমান প্রকাশকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক। অপহৃতা সেনবাগ পৌরসভার বাতানিয়া গ্রামের মো. শাহজাহানের মেয়ে। সে সেনবাগ সরকারি বালিকা উচচ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্থানীয় ও অপহৃতের সহপাঠী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে তারা পৌরসভার অর্জুনতলা চৌরাস্তা এলাকায় পৌঁছলে বখাটে মাহবুবসহ ৫/৬ জন ভিকটিমকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে। এ সময় ভিকটিমের সহপাঠী ইমু চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। কিন্তু এরআগেই অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় দুপুরে অপহৃতের ‘মা’ সাঈদা আক্তার শেফু বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহৃতকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে