শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১১:১৭:৫৩

ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিচ্ছে বিএনপিপন্থি ডাক্তাররা

ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিচ্ছে বিএনপিপন্থি ডাক্তাররা

ঢাকা: বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করবে বিএনপিপন্থি ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার সকাল ১০টা থেকে তাদের এ চিকিৎসাক্যাম্প শুরু হয়েছে। টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বিপরীতে ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে অবস্থিত এই ক্যাম্প ৮ থেকে ১০ এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ছয় দিন এই ক্যাম্প চলবে। ওই চিকিৎসাকেন্দ্রে দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করবেন বলে ড্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে