শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১১:৩৩:১২

পাচার হওয়া সেই ১৮ তরুণীকে ফেরত পাঠাচ্ছে ভারত

পাচার হওয়া সেই ১৮ তরুণীকে ফেরত পাঠাচ্ছে ভারত

ঢাকা: ভারতে পাচার হওয়া ১৮ জন তরুণীকে দীর্ঘ দুই বছর পর আজ ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। শুক্রবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টার মধ্যে তাদের ফেরত পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। পাচার হওয়া ওই ১৮ তরুণীর মধ্যে ১০ জনকে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি এবং বাঁকি ৮ জনকে যশোর রাইটস নামে একটি এনজিও গ্রহণ করবে। পরে এনজিও সংস্থাগুলো তাদের শেল্টার হোম থেকে তরুণীদের পরিবারের কাছে পৌছে দেবে। জানা যায়, ভারতীয় পুলিশ এসব মেয়েদের বিভিন্ন শহরে পাচারকারীদের আস্তানা থেকে দুইবছর আগে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে মুম্বাইয়ের রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। এরপর বাংলাদেশি এনজিও সংস্থার সহযোগীতায় স্বদেশ প্রত্তাবর্তন আইনে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে