টঙ্গী: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা। এদিন ইজতেমা শুরুর পর থেকেই লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে তুরাগপাড়সহ আশে পাশের এলাকা।
এবারের ইজতেমায় বরাবরের মতোই পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারের ইজতেমায় এখন পর্যন্ত দু’জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত হবে ১৭ জানুয়ারি।
ইজতেমায় যোগ দিতে এরই মধ্যে ময়দানে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি হাজির হয়েছেন। আজ বেলা দেড়টার দিকে দেশের বৃহত্তম জুমার নামাজ হবে। ইজতেমায় আসা মুসল্লিরা ছাড়াও আশপাশের এলাকার হাজারো মুসল্লি যোগ দেবেন এই বৃহত্তম জুমার নামাজে।
৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল