শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১২:১৩:৫২

বিশ্ব ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু

টঙ্গী: আম বয়ানের মধ্যে দিয়ে আজ ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া এ ইজতেমায় এখন পর্যন্ত তিন জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুজন বার্ধক্যজনিত কারণে ও একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত তিন ব্যক্তির মধ্যে সিলেটের জয়নাল আবেদিন (৫৫) গতকাল রাত ১টার কিছু আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়া রাত পৌনে ৯টার দিকে কুড়িগ্রামের নূরুল ইসলাম (৭২)ও সন্ধ্যায় নাটোরের ফরিদ উদ্দন কবিরাজ (৭২) বার্ধক্যজনিত কারণে মারা যান। শুক্রবার বাদ ফজর টঙ্গীর তুরাগতীরের ইজতেমাস্থলে এ তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বাদ ফজর মৃত ব্যক্তিদের জানাজা শেষে লাশ নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে