প্রধানমন্ত্রী এখন টুঙ্গিপাড়ায়
টুঙ্গিপাড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় তিনি সেখানে পৌঁছান। এখানে তিনি শেখ রাসেল পৌর শিশুপার্কের উদ্বোধন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা দুপুর আড়াইটা পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে নিজ বাসভবনে অবস্থান করবেন। সেখানে মিলাদ মাহফিল, নামাজ ও মধ্যাহৃ বিরতিতে থাকবেন শেখ হাসিনা। বিকেল ৩টায় টুঙ্গিপাড়া হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল
�