নিউজ ডেস্ক: চট্টগ্রাম ও কক্সবাজারের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক সৈয়দ আবুল হাসানাৎ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই চট্টগ্রাম ও কক্সবাজার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
তবে চট্টগ্রাম সমুদ্রবন্দরের জন্য কোনো সংকেত নেই বলে জানান তিনি।