রবিবার, ০২ মে, ২০২১, ০৩:৫৫:১৬

হাঁটতে পারছেন না বেগম খালেদা জিয়া

 হাঁটতে পারছেন না বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। সর্বশেষ যা জানা গেল তাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল, তবে  হাঁটতে পারছেন না তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। চিকিৎসকেরাও তাঁকে নিয়মিত দেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। যদিও ওনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজও ডাক্তাররা তাকে দেখেছেন। কালও কিছু পরীক্ষা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে