নিউজ ডেস্ক: রাজধানীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শতাধিক মোটরসাইকেলে করে নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন এতে।
শনিবার সন্ধ্যায় ইফতারের পরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। এসময় স্লোগানে প্রকম্পিত হতে থাকে আশপাশের পুরো এলাকা।
জানা যায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ শোডাউন দেওয়া হয়। শোডাউনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে ঢামেক হয়ে আবার শহীদ মিনারে আসে। পরে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে মোটরসাইকেল মিছিলটি শেষ হয়।
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেএম সাখওয়াত হোসাইন, মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ আনোয়ার হোসেন, মো. মওদুদ হোসেন মঈন, মেহেদী হাসান রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার, সূর্যসেন হলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমি, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো. ফায়জুল ভূঁইয়া, সুমন, সৈয়দ শাওন, মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ সাধারণ সম্পাদক রাজিব সাইফুল ইসলাম, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মো. বেলাল হোসেন খান, দনিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদসহ শতাধিক ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।