শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০১:৩৬:০৬

‘দেশের সোনার মানুষদের নিয়েই সোনার বাংলাদেশ গড়বো’

‘দেশের সোনার মানুষদের নিয়েই সোনার বাংলাদেশ গড়বো’

টুঙ্গিপাড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সোনার মানুষে ভরা, আর আমরা দেশের এই সোনার মানুষদের নিয়েই গড়ে তুলবো স্বপ্নের সোনার বাংলাদেশ। শুক্রবার টুঙ্গীপাড়ায় এক জনসভায় প্রধনমন্ত্রী এসব কথা বলেন। জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথা টেনে তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) নিজে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছেন, তার ক্ষমা নেই। যুদ্ধাপরাধীদের মতো অপরাধ খালেদা জিয়া করেছেন। ডিজিটাল বাংলাদেশ গড়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমরা এরই মধ্যে অনেক শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দিয়েছি। সামনে আরো দেওয়া হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজ আরো সহজ হয়ে যাবে।’ অন্যদিকে, ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে