‘বিএনপির আয়ু ফুরিয়ে এসেছে’
মাদারীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আয়ু ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। গতকাল মাওলানা আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একাংশ ২০ দলের সাথে সম্পর্ক ছিন্ন করায় প্রেক্ষিত তিনি এ মন্তব্য করেন। শুক্রবার সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে একটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়ায়, আজ তাদের ভাঙন ধরেছে। ২০ দল যার যার স্বার্থ নিয়ে একত্রিত হয়েছিল, ক্ষমতায় এসে লুটপাট-জঙ্গিবাদ করবে কিন্তু তাদের আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।
মন্ত্রী আরো বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে ব্যর্থ হয়েছে সে কারণেই তাদের ২০ দলীয় জোট ভাঙবে। স্বাধীনতার পরে সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীর তালিকা করা হয়েছিল। পর্যায়ক্রমে দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।
অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্ল্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।
৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল
�