‘মঈনুদ্দিন-ফখরুদ্দীনও পায়নি, দুদকও পাবে না’
ঢাকা: মঈনুদ্দিন-ফখরুদ্দিন তারেক রহমানের অবৈধ সম্পদের খোঁজ পায়নি এরাও (আওয়ামী লীগ) পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বেলা ১১ টায় বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে অনির্ধারিত প্রেস ব্রিফিং তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ৫ জানুয়ারীর জনসভায় জাতীয়তাবাদীদের জোয়ার দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাই ঈর্ষান্বিত হয়ে তারেক রহমানের সম্পদ অনুসন্ধানের ঘোষনা দিয়েছে।
রিজভী আরও বলেন, সরকারী দলের শীর্ষ দুর্নীতিবাজদের সাল ফিউরিক এসিড দিয়ে ধুয়ে সার্টিফিকেট দিয়েছে দুদক। দুদক সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান, তারা নিজেদের স্বাধীন বললেও এরা সরকারের পা চাটা গোলাম। তারেক রহমানের সম্পদ অনুসন্ধানের সিদ্বান্ত উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমুলক। তারাও তারেক রহমানের অবৈধ সম্পদের খাঁজ পাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের পরিচালনায় প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, পৌরসভার মেয়র এডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল প্রমুখ।
৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল
�