শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৪:২৫:১৪

নিজামীর আর মাত্র তিন ধাপ

নিজামীর আর মাত্র তিন ধাপ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে আর মাত্র তিন ধাপ। সুপ্রিমকোর্টের আপিল বিভাগে তার দণ্ড বহাল রাখার পরও নিয়ম অনুযায়ী তিনটি ধাপ অতিক্রম করতে হবে তাকে। এরপর নিজামীর রায় কার্যকরের প্রক্রিয়া শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রথম ধাপ : নিজামীর বিরুদ্ধে রায় ও পর্যবেক্ষণ লেখার পর সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিদের স্বাক্ষর শেষে পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হবে সুপ্রিমকোর্টের ওয়েব সাইটে। রায়ের কপি বিচারিক আদালতে গেলে তারা মৃত্যুপরোয়ানা পাঠাবেন কারাগারসহ সংশ্লিষ্ট স্থানে। দ্বিতীয় ধাপ : পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশের পর ১৫ দিনের মধ্যে আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করার সুযোগ পাবে আসামি। ট্রাইব্যুনাল থেকে মৃত্যুপরোয়ানা জারির করলেও রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তৃতীয় ধাপ : রিভিউ আবেদনে রায় বহাল থাকলে রাষ্ট্রপতির কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে পারবেন মতিউর রহমান নিজামী। রাষ্ট্রপতি ক্ষমা করা না করার ওপর সিদ্ধান্ত হবে। রাষ্ট্রপতি ক্ষমা নাকচ করলে আসামির দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানবতাবিরোধী অপরাধের দায়ে এ পর্যন্ত চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা হলেন জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। ৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে